নৃত্যে এবার তারিন

Now Tarin in dance

নাচে বিশেষ দক্ষতা রয়েছে অভিনেত্রী তারিনের। তিনি শুধুমাত্র একজন অভিনয় শিল্পীই নন,নৃত্যশিল্পীও বটে।

অভিনয়ের আড়ালে তার এই প্রতিভা আড়ালে ঢাকা পড়েছিল অনেকদিন। আর তাই  এবার তার এই প্রতিভা তুলে আনা হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে। তাও আবার একক নৃত্যের অনুষ্ঠান।

আত প্রথমবারের মতো তিনি এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহন  করলেন। সম্প্রতি তার নাচ নিয়ে নির্মাণ করা হয়েছে একটি অনুষ্ঠান।অনুষ্ঠানটি কোরবানি ঈদে আরটিভিতে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে তারিন বলেন, আমার কাছে নাচ বরাবরই অন্যরকম ভালো লাগার বিষয়। অভিনয়ের মতোই এটা আমার রক্তে মিশে আছে। অনেকদিন তেমন করে নাচের সুযোগ পাইনি। এবার চমৎকার একটি অনুষ্ঠান করতে পেরেছি। এজন্য আমাকে যথেষ্ট চর্চা করতে হয়েছে। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন। তিনি আরো জানান, অনুষ্ঠানে আধুনিক ও লোক গানের সঙ্গে নাচ করেছেন। নাচগুলো পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহীদ শরীফ।