পদ্মাবতীর ভূমিকায় দীপিকা

পদ্মাবতীর ভূমিকায় দীপিকা

আবারও দীপিকা, রণবীর আর ভানসালির নতুন কম্বিনেশন। সঞ্জয় লিলা ভানসালি তা তিনি যে চলচ্চিত্র নির্মাণ করুন না কেন তা খুব জাঁকজমকের সঙ্গেই করেন। তার আগামী চলচ্চিত্র ‘পদ্মাবতী’ ও ঠিক তাই হবে বলেই সকলের ধারণা। বলিউডের এই শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতার এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্রটি হবে নায়িকাকেন্দ্রিক। সুতরাং এই ভূমিকাটি কে পাবেন তা নিয়ে চলচ্চিত্রটির ঘোষণা থেকেই জল্পনাকল্পনা চলছিল। অনেকেই অনুমান করছিল দীপিকা পাডুকোনই হবেন এর নায়িকা হবে। অবশেষে সত্য হল তাই।

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক শ্রেয়াস পুরাণিক জানিয়েছেন ‘পদ্মাবতী’র নায়িকা হিসেবে বাছাই হয়েছেন দীপিকা। টুইটারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে গিয়ে পুরাণিক জানিয়েছেন চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করবেন তিনি। ‘গোলিয়োঁ কা রাসলীলা রাম-লীলা’ এবং ‘বাজিরাও মাস্তানি’র সাফল্যের পর ভানসালি তার চলচ্চিত্রের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছে একটি ইতিহাসের কাহিনীকে।

ধারণা করা হচ্ছে তার এবারে কাহিনীটি হবে  চিতোরের রানি পদ্মাবতীর প্রতি সম্রাট আলাউদ্দিন খিলজির অনুরাগ নিয়ে। বরাবরের মত এবারও সম্রাটের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। দীপিকা আর রণবীরকে নিয়ে ভানসালির তৃতীয় চলচ্চিত্র  এটি। ‘পদ্মাবতী’র চিত্রনাট্য লিখবেন প্রকাশ কাপাডিয়া, ‘বাজিরাও মাস্তানি’র চিত্রনাট্য রচনা করেছিলেন তিনি। আগামী সেপ্টেম্বরে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হবে জানানো হয়েছে।