পরিমণি আবারো বিজ্ঞাপনচিত্রে

Once again Pori Moni in advertisement

  1. বাংলা চলচ্চিত্রের ‘গ্ল্যামারকন্যা’ খ্যাত চিত্রনায়িকা পরীমনি কাজ করতে যাচ্ছেন নতুন বিজ্ঞাপনচিত্রে। ইতোমধ্যে গত ৯ আগস্ট, বুধবার একটি ইলেকট্রনিক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এ মাসেই শুটিং শুরু হবে এ বিজ্ঞাপনের।

পরীমনি বলেন, ‘এই প্রথম কোন ইলেকট্রনিক পণ্য ও ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করছি। চলতি মাসে বিজ্ঞপনটির কাজ শেষ করে ঈদুল আজহার আগেই টেলিভিশনে প্রচার করা হবে। আশা করছি কাজটি ভালো হবে।’

বর্তমানে পরীমনির একসঙ্গে প্রায় ১২টি চলচ্চিত্রের কাজ চলছে। ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্য দিয়েই বিজ্ঞাপনের জন্যও সময় বের করতে হচ্ছে তাকে। ইতিমধ্যে পরীমনি আরো প্রায় অর্ধডজন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।

২০১৪ সালে শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ শীর্ষক ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে নাম লেখান পরীমনি। তারপরেই নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’সহ প্রায় দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হন পরী। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি মুক্তি পায়।

এরপর একই বছরে ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’ শিরোনামে মোট ছয়টি ছবি মুক্তি পায়। চলতি বছরেও পরীমনির ‘পুড়ে যায় মন’, ও ‘মন জানে না মনের ঠিকানা’ ছবি দুটি মুক্তি পেয়েছে।