পরীর গানে এবার ঝড় তুলবেন সাবা


‘রক্ত’ সিনেমায় ‘ডানাকাটা পরী’ শিরোনামের আইটেম গানের সঙ্গে কোমর দুলিয়ে দর্শক মনে ঝড় তুলেছিলেন পরী মনি।এবার  একই গানে পারফর্ম করলেন ছোটপর্দা-বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা।তবে তা  সিনেমায় নয়, নাটকের জন্য গানটির তালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।

নাটকটির নাম ‘অ-প্রেম’। লিখেছেন কিঙ্কর আহসান এবং পরিচালনা করেছেন মাহমুদ দিদার ।

‘অ-প্রেম’-এ লিসা নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন সাবা। নাটকটি প্রসঙ্গে বলেন, “নাটকটিতে অভিনয় করে ভাল লেগেছে। বেশ কিছু চমক আছে গল্পে। অপরাধ জগতের দুইজন মানুষের ভালবাসার গল্প নিয়ে এগিয়েছে ‘অ-প্রেম’।”

নাটকটিতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও তাসনিয়া রহমান।

এছাড়া নির্মাতা মাহমুদ দিদার বলেন, “নাটকের নামে ‘অ-প্রেম’ দিয়ে বোঝানো হয়েছে অন্ধকারের প্রেম ও অসমাপ্ত প্রেম। জহির ও লিসা উভয়ে অপরাধজগতের মানুষ। তারা একে অপরকে ভালবাসে। তাদের প্রেম পরিণতি পাবে না জেনেও প্রেম টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্ট চালায়।’

১৫ অক্টোবর শুরু হয় নাটকটির চিত্রায়ন। লোকেশনের তালিকায় ছিল মগবাজার রেললাইন, বস্তি ও প্রিয়াঙ্কা শুটিং হাউজ। শুটিং শেষ হয় ১৭ অক্টোবর। ২০১৭ সালে ভালবাসা দিবসে দীপ্ত টিভিতে প্রচারিত হবে ‘অ-প্রেম’।