পাকিস্তানি শিল্পীদের বিপক্ষে অজয়

Ajay against Pakistani artists

বলিউডের অনেকেই মেনে নিতে পারেননি পাকিস্তানি অভিনেতাদের ভারতে কাজ করতে না দেওয়াকে। কিন্তু জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের মুখে শোনা গেল উল্টো কথা।

তাঁর ছবি ‘শিবায়’র মুক্তিকে সামনে রেখে জানিয়ে দিলেন, পাকিস্তানি অভিনেতাদের সঙ্গে এখন কোনও মতেই কাজ করতে চান না তিনি।

কাজ না করতে চাওয়ার কারণটাও কড়া ভাষায় জানিয়েছেন তিনি।তিনি বলেন, ‘‘সকলেই শান্তিতে থাকতে চাই। তবে এক হাতে তো কোনও দিন তালি বাজতে পারে না। কারও সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করছেন, অথচ তারা আপনাকে মেরে চলে যাচ্ছে। তার পরেও আপনি তাদের সঙ্গে কথা বলেই সমস্যা সমাধানের চেষ্টা করে যাবেন?’’

পাকিস্তানের সঙ্গে শুধু কথা বলে কোনও সমস্যার সমাধান হবে না বলে মনে করেন অজয়।

সম্প্রতি অক্ষয় কুমারও জানিয়েছেন, এই সময় পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে আলোচনা না করে বরং সকলেরই উচিত ভারতীয় সেনার পাশে দাঁড়ানো।