পাকিস্তানি শিল্পীদের সমর্থন করলেন রাধিকা

Radhika supported Pakistani artists

অভিনেত্রি রাধিকা আপ্তে মনে করেন সীমান্তের দুই পাড়ের মধ্যে সংস্কৃতির আদানপ্রদান হওয়া উচিত। আর তাই পাকিস্তানের কোনও অভিনেতাকে ভারতে নিষিদ্ধ করা উচিত নয়।

উরি হামলার পর পাকিস্তানের শিল্পীদের ভারত ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।

এই বিষয়ে রাধিকাবলেন, যা ঘটেছে তা খুব দুঃখজনক ও ধ্বংসাত্মক। এটা আমার ধরা ছোঁয়ার বাইরে। আমরা শুধু সহানুভূতি প্রকাশ করতে পারি। অনুভূতি ব্যক্ত করার মতো ভাষা আমার নেই। কিন্তু যদি সুইস ঘড়ি দেশে আসতে পারে তাহলে আমার মনে হয় পাকিস্তানি অভিনেতাদেরও এদেশে আসার উপর নিষেধাজ্ঞা দারি করা উচিত নয়।

বলিউডের বেশিরভাগ অভিনেতারাই পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি শিল্পীদের। এঁদের মধ্যে আছেন করণ জোহর ও সালমান খানও। এবার যুক্ত হলেন রাধিকা আপ্তে।