পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় ছবি

Pakistan banned Indian films

গত ২৩ সেপ্টেম্বর লাহোর উচ্চ আদালতে কাশ্মির ইস্যুর মীমাংসা না হওয়া পর্যন্ত পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ করার দাবিতে একটি মামলা করেছেন অ্যাডভোকেট আজহার সাদ্দিক।

তার অভিযোগ, দেশটির প্রেক্ষাগৃহে ভারতীয় ছবির প্রদর্শনের মাধ্যমে কাশ্মির ও পাকিস্তানিদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে।

মামলায় আরও বলা হয়, পাকিস্তানের কাশ্মির নীতিবিরোধী বক্তব্য থাকে ভারতীয় ছবিতে। যা এই উপত্যকার মানুষদের স্বাধীনতা আন্দোলনে বড় বাধা।

তাই কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানি সরকারের উচিত নিজের দেশে ভারতীয় ছবি প্রদর্শনে তড়িৎ নিষেধাজ্ঞা আরোপ করা।

আবেদনকারীর যুক্তি, এই নিষেধাজ্ঞার ফলে উরিতে সন্ত্রাসী হামলার কারণে সরকারি ও চরমপন্থী সংগঠন থেকে পাকিস্তানি শিল্পীদেরকে ভারত ছাড়ার যে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে উচিত জবাব হবে।