পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটস্ম্যান তামিম ইকবাল। রোববার সকালে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তামিমের পুত্র। পিতৃত্বের স্বাদ পেলেন ইকবাল পরিবারের ‘ছোট্ট’ তামিম ইকবাল খান।
আজ সকালে ব্যাংককের একটি হাসপাতালে পৃথিবীর আলো দেখেন তামিম-পুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমের অফিশিয়াল ফ্যান পেজে বাবা হওয়ার এই খবর নিশ্চিত করেন তামিম ইকবাল নিজেই। ফেসবুকে দেওয়া স্টাটাচে তামিম লেখেন, একগুচ্ছ খুশি এসেছে আজ আমাদের পৃথিবীতে। উপরওয়ালার রহমতে আজ সকালেই আমাদের আশীর্বাদপুষ্ট পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তান এবং স্ত্রী আয়েশা ভালো আছেন বলে জানিয়েছেন তামিম। ডাক্তার আরও ২৪ ঘণ্টা তাদের পর্যবেক্ষণে রাখবেন।
কিশোর জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। দীর্ঘ আট বছরের সময় ধরে চলেছে প্রেম পর্ব এবং আবশেষে ২০১৩ সালের ২২ জুন পারিবারিক আনুষ্ঠানিকতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি।