জীবনে প্রথমবারের মত মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশিকা খান। স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৫৪ মিনিটে লন্ডন শহরের এসটি হেলিয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
ঈশিকা ও তার নবজাতক শিশু দু’জনেই ভালো আছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ঈশিকা বলেন, সন্তান জন্ম দেয়ার সময় তার স্বামী কায়সার খান সঙ্গে ছিলেন। তিনি সম্পর্ণ সুস্থ আছেন। সন্তানের নাম রাখা হবে কিছুদিন পর। তার মা হওয়ার সংবাদ পেয়ে ভীষণ খুশি শ্বশুরবাড়ির মানুষ।
এছাড়া ভক্তদের জন্য আরো খুশির খবর জানালেন ঈশিকা। বললেন, আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসেই তিনি দেশে ফিরবেন এবং তারপর আবারো কাজ করবেন নাটক-বিজ্ঞাপনে।
উল্লেখ, এ বছরের ১ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করেন ঈশিকা। তার বর কায়সার খান সিলেটের ছেলে এবং পেশাগত কারণে লন্ডনে থাকেন তিনি।