পৃথিবীর আয়ু বাকি আছে ১ হাজার বছর; স্টিফেন হকিং

Life expectancy in the world due to 1000 years

পৃথিবীর বেশি সময় নেই! পৃথিবীর আয়ু বাকি আছে ১ হাজার বছর! তারপরেই পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে মানব জাতি!

সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাতে অংশ নিয়ে এমনটিই আশঙ্কা করেছেন নোবেলজয়ী পদার্থবিদ ও বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং।

জলবায়ুর পরিবর্তন, পারমানবিক বোমা, কৃত্রিম বুদ্ধিমত্ত্বার কারণে এই মন্তব্য করেন তিনি। পৃথিবীর পরিবর্তে অন্য কোনো গ্রহে বাসস্থান গড়ে তুলতে পারলে মানুষের পক্ষে টিকে থাকার সম্ভাবনা রয়েছে। এসব বিষয়গুলোকে সামনে এনে নতুন কোনো বাসস্থান খোঁজার জন্যও তাগাদা দিয়েছেন এই বিজ্ঞানী।

এমন চেষ্টা অবশ্য বিজ্ঞানীরা চালিয়েই যাচ্ছে। নাসা ‘এক্সোপ্লানেটের’ মতো বাসযোগ্য গ্রহের সন্ধান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্পেস এক্স এর প্রধান নির্বাহী এলন মাস্ক সামনের শতাব্দীতেই মঙ্গলে বসবাসের পরিকল্পনা করছেন।

অবশ্য এর আগেও হকিং সতর্ক করে জানিয়েছিলেন, পারমাণবিক যু্দ্ধের হুমকি, জেনেটিক্যাল ভাইরাস এবং বিশ্ব উষ্ণায়নের কারণে মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে।