অনেকদিন ধরে কানাঘুষা চল্লেও এবার সত্যি চালু হতে যাচ্ছে পেপাল, দীর্ঘ প্রতিক্ষার পর শিগগিরই বাংলাদেশে চালু হতে যাচ্ছে অনলাইন আউটসোর্সিং খাতের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্চেন্ট (পেমেন্ট প্রসেসর) পেপল। এ নিয়ে সোনালি ব্যাংকের সাথে এমওইউ চুক্তি স্বাক্ষর হয়ে গেছে।
আগামী ২/৩ মাসের মধ্যে অনলাইন মুক্তপেশাজীবীদের কাছে সবচেয়ে জনপ্রিয় এই পেমেন্ট সিস্টেমটি চালু হতে পারে। আগামী ২/৩ মাসের মধ্যেই বাংলাদেশে তারা কাজ শুরু করে দেবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সূত্র মতে, গত বছর ক্যালিফোর্নিয়ায় পেপলের প্রধান কার্যালয়ে পেপলের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পেপলের সম্ভাব্য ব্যবসায় হাবগুলোর (বিজনেস ডেস্টিনেশন) তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়ে কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন তিনি। পেপাল কর্তৃপক্ষ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। বৈঠকে বাংলাদেশের বিজনেস নীতিমালা, অবকাঠামোগত সুবিধা, ফ্রিল্যান্সারদের কাজকর্ম এবং সরকারি উদ্যোগ নিয়ে আলোচনা হতে হয়।
২০১১ সাল থেকে বাংলাদেশে পেপলের কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা শুরু হয়। ২০১৩ সালের এপ্রিলে সিলেটে ই-বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, দেড় মাসের মধ্যে দেশে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় ও সহজ পদ্ধতি পেপল চালু হবে। অবশেষে সেই আশ্বাস একটু পরে হলেও বাস্তবায়িত হতে যাচ্ছে।