পোশাক বদলে বিশ্ব রেকর্ড করতে চলেছে টালিউড

going to the world record in Tollywood

ঐতিহ্যের কথা সরিয়ে রাখলে সাম্প্রতিক অতীতে বিশ্ব সিনেমার মানচিত্রে বাংলা সিনেমার অবস্থান ঠিক কোথায়? সেরকম বলার মতো তেমন কিছু হয়তো মিলবে না৷ তবে সম্প্রতি টালিপাড়ায় না কি একটা বিশ্বরেকর্ড হয়েছে বলে শোনা যাচ্ছে। আর সেটা গানে নায়ক ও নায়িকার পোশাক বদলেই নাকি এবার রেকর্ড করতে চলেছে টালিউড৷

চৌত্রিশবার পোশাক বদলে যে গানে রাজি হয়েছেন নায়ক-নায়িকা, সে গানের নাম ‘আমি রাজি’৷ গানটি শুভশ্রী-ওম অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ ছবির৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির নতুন গান৷ এ গান গেয়েছেন অ্যাশ কিং ও মধুবন্তী এবং কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান৷

এ গানেই বার চৌত্রিশ পোশাক বদলেছেন নায়ক ও নায়িকা৷ সুদীপ্ত সরকার পরিচালিত এ ছবিই নাকি এখন বিশ্ব রেকর্ডের মুখে৷ প্রযোজক সংস্থার দাবি, বিশ্বে সম্ভবত এই প্রথম কোনো গানে এতবার পোশাক বদলানো হয়েছে৷ এ দাবি যথার্থ কি না, তা নিয়ে অবশ্য সংশয়ও রয়েছে৷ তবে যদি তা সত্যি হয়, তবে অন্তত বাংলা ছবি একটা রেকর্ড করতে চলেছে৷

তবে এক গানে এতবার পোশাক পরিবর্তনের পর সিনেমায় কন্টিনিউটি ব্যাপারটার হাল কী হবে সে ব্যাপারে সংশয় রয়েছে সিনেপ্রেমীদের অনেকের। কেউ কেউ আবার এ প্রশ্ন উড়িয়ে দিয়ে কস্টিউম ডিজাইনারের হাল নিয়েও চিন্তিত৷ বেচারি! এক গানে তাঁকে যা খাটতে হয়েছে এত খাটনি বোধহয় ফ্যাশন শোয়ের আগে কোনো ডিজাইনারকেও খাটতে হয় না৷ তবে তাতে যদি একটা বিশ্বরেকর্ড হয়ে যায়, তবে মন্দ ই বা কী!