‘প্যারা কল’ নিয়ে আসছেন জামিল

jamil with new radio show

জনপ্রিয় রিয়ালিটি শো মীরাক্কেলে বাংলাদেশ থেকে আংশ নেওয়া অন্যতম তারকা জামিল হোসেনকে পাওয়া যায় ব্যতিক্রমী সব কাজে। এবার তাকে পাওয়া যাবে দেশের জনপ্রিয় রেডিও ষ্টেশন ‘জাগো এফএম ৯৪.৪’ এ ‘প্যারা কল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনায়।  

চলতি মাসের শুরু থেকেই প্রত্যেক সপ্তাহে প্রতি শনিবার-বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রচার করা হচ্ছে অনুষ্ঠানটি।

এ প্রসঙ্গে জামিল বলেন, ‘সবসময় দেখা যায় শ্রোতারা রেডিওতে ফোন করে কথা বলেন। কিন্তু এই অনুষ্ঠান থেকে শ্রোতাদের কাছে ফোন দেয়া হয়। তাদের সঙ্গে বিচিত্র সব আলাপে মেতে উঠি।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই নতুন সব মানুষের সঙ্গে কথা হচ্ছে। বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। কাজটি আমি দারুণ উপভোগ করছি। সবাইকে বলতে চাই আপনারা অনুষ্ঠানটি শুনবেন অবশ্যই মজা পাবেন।’

উল্লেখ্য, জামিল বর্তমানে ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। তার অভিনীত হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘চাপাবাজ’ নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। এছাড়া মিলন ভট্টোর পরিচালনায় ‘ইনডিসিপ্লিন’ প্রচার হচ্ছে আরটিভিতে আর দেশ টিভির জন্য আর বি প্রিতমের ‘কম ইউনিটি’।

এছাড়াও জামিল অভিনীত চলচ্চিত্র ‘রঙ ঢঙ’ ছবির শেষ লটের শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে।