একদিকে প্রেম, অন্যদিকে বন্ধুত্ব। কাকে রাখবেন আর কাকেই বা ছাড়বেন! এই প্রশ্নই যেন কুরে কুরে খাচ্ছে রণবীরকে। এক পর্যায়ে এই হেঁয়ালি নিয়েই প্রকাশিত হল করণ জোহর পরিচালিত নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এর ট্রেলার।
প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন আর সাথে বহু তারকার সমাহার – করণ জোহর স্পেশাল ছবিতে যা যা থাকা প্রয়োজন, সব রসদই মজুত রয়েছে এ ছবির ট্রেলারে।
শুধু দেখতে পাওয়া যাচ্ছে না বলিউড কিং শাহরুখ খানকে। তবে রোম্যান্স কিং না থাকলে কেমন করে যে পর্দায় রোম্যান্টিক মহাকাব্য লেখা সম্ভব, বুদ্ধিমান পরিচালক এখানে তাই তুরুপের তাসটা ছেড়েই রেখেছেন। শোনা গেছে, ছবিতে রণবীর যাকে নিজের মনের কথা খুলে বলছেন, তিনি হলেন বলিউডের বাদশা।