আসছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ছবিটি কলকাতায় মুক্তি পেতে চলেছে জয়া আহসান অভিনীত ‘বির্সজন’ ছবিটি। তার আগে গত বুধবার মুক্তি পেল ছবিটির টিজার। ছবিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে কলকাতার আবীর চ্যাটার্জিকে।
৩৫ সেকেন্ড ব্যাপ্তি এই টিজারের শুরুতে দেখা গেছে, অভিনেতা আবির চ্যাটার্জিকে জয়া আহসান বলছেন, ‘কী?’ উত্তরে আবির চ্যাটার্জি বলেন, ‘বিসর্জনের গল্পটা মিথ্যে’।
বাংলাদেশি মেয়ের সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে নির্মিত সিনেমাটিতে দেখানো হয়েছে সীমান্তের কাঁটাতারের বেড়া ভালোবাসায় বাধা হতে পারে না।
জয়া আবীর ছাড়াও পরিচালক কৌশিক নিজেও অভিনয় করছেন সিনামাটিতে। আর সংগীতায়োজন করেছেন সদ্য প্রয়াত সংগীতশিল্পী কালিকাপ্রসাদ।
অপেরা মুভিজের ব্যানারে নির্মিত ছবিটির শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের শৈলশহর কালিমপংয়সহ বিভিন্ন মনোরম লোকেশনে।
উল্লেখ্য, জয়া এখন ব্যস্ত বাংলাদেশি নির্মাতা মাহমুদ দিদারের ‘ বিউটি সার্কাস’ সিনেমার কাজ নিয়ে।