১ জুলাই অভিনেত্রী নুসরাত ফারিয়া তখন মুম্বাইয়ে। মুম্বাইয়ে থাকলেও তার নিজের শহর ঢাকা রক্তাক্ত হয়েছে ইসলামী জঙ্গিদের নৃশংস হামলায়। সেই রাতের পর থেকে তার বাসার সবাই বিপর্যস্ত। কারণ সেদিনকার হামলায় ফারিয়াকে হারাতে হয়েছে তার এক প্রিয়জন ইশরাত আকন্দকে। ওপার বাংলার একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ঈদে দেশে ফিরবো, মেহেদি লাগাব। কিন্তু সেই রংয়ের লেগে থাকবে আমার স্বজন হারানোর কষ্টের কথা। আমার পরিবার এক অভিভাবককে হারিয়েছে। এ আমার স্বজন হারানোর যন্ত্রণা।
গুলশান হামলার বিষয়ে ফারিয়া বলেন, ”এখন শুধু মনে ভয় হচ্ছে, কারণ আমিও তো জঙ্গিদের টার্গেট হতে পারি। কোনোদিন হয়তো জঙ্গিরা বলবে, ‘তুমি মুসলমান, তুমি সিনেমা করছ কেন? তাই তুমিই টার্গেট।” কারণ হিজাব পরেনি বলে নির্মমভাবে হত্যা করেছে ইশরাত আকন্দকে। তাহলে আমি তো হিজাব পরি না। আসলে আমরা এখন এমন একটা সময়ে আছি, যেখানে কারও ওপর জোর করে তুমি কিছু চাপিয়ে দিতে পারে না। কিন্ত, এ জন্য কাউকে খুন করে ফেলবে?”