গত ২১ অক্টোবর ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের যমজ সন্তান ইকরা ও শাহরানের ষষ্ঠ জন্মদিন। আর এবারই প্রথম বাবা সঞ্জয়ের সঙ্গে ধুমধাম করে এই দিনটি উদ্যাপন করল মেয়ে ইকরা ও ছেলে শাহরান।
এর আগে প্রতিটি জন্মদিনেই তাদের বাবা ছিলেন জেলে কিংবা মামলাসংক্রান্ত কোনো জটিলতায়। তাই জন্মের পর বলতে গেলে এটাই ছিল তাদের প্রথম বাবার সাথে জন্মদিন উদযাপন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পান সঞ্জয় দত্ত। ২০১৩ সালের মে মাসে আত্মসমর্পণের পর থেকে ভারতের ইয়েরওয়াড়া জেলে ছিলেন তিনি। সাজার সময় বেশ কয়েকবার প্যারোলে মুক্তি পেলেও কখনো ছেলেমেয়ের জন্মদিন উদযাপন করার সুযোগ হয়নি তাঁর।
এছাড়া জেলে যাওয়ার আগেও আদালত ও মামলার ঝামেলার কারণে যমজ সন্তানদের জন্মদিন উদযাপন করতে পারেননি সঞ্জয়। আর তাই এবার যখন প্রথমবারের মতো সেই সুযোগ মিলল দিনটি উদ্যাপনের, তখন বলিউডের কাছের বন্ধুদের নিয়ে তিনি উদযাপন করলেন দিনটি।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সালমান খানের বোন অর্পিতা, পরিচালক সঞ্জয় গুপ্ত ও তাঁর পরিবার, পরিচালক মিলন লুথারিয়া ও তাঁর পরিবারসহ আরও অনেকে।