প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে সালমানের প্রতিক্রিয়া

Salman's opinion against banded of notes

প্রধানমন্ত্রী মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে সহমত হয়েছেন কেউ কেউ । কেউ কেউ আবার দ্বিমতও  হয়েছেন। তবে বলিউডের মোস্ট এলিজিব্যল ব্যাচেলার সালমান খান প্রধানমন্ত্রীর নোট বাতিলের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রশংসার সঙ্গে।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো বিগ বসের মঞ্চে সলমন বলেন, ‘ইস হফতে কালে ধন পর ধনাদন ভার পরি। ইট ইস এ ফ্যান্টাস্টিক মুভ অ্যান্ড হ্যাটস অফ টু মোদী জি।’ ( কালো টাকার বিরুদ্ধে তিনি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে অভিবাদন জানাচ্ছেন।)

তিনি আরও বলেন, ‘আমার নিজেরই ৬টা ৫০০ টাকার নোট এবং ৪টে ১০০০ টাকার নোট আটকে রয়েছে। কারণ, আমি তখন হংকংয়ে ছিলাম। কিন্তু কোনও ব্যাপার নয়। আমি আগামি ২-৩ দিনের মধ্যে ব্যাঙ্কে গিয়ে ওগুলো ঠিক করে নেব। কিন্তু প্রধানমন্ত্রী দেশের জন্য যে পদক্ষেপ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’