প্রযুক্তির কিছু অভ্যাস

প্রযুক্তির কিছু অভ্যাস

বিভিন্ন সময় দেখা গেছে সময়ের চাহিদায় হোক বা ভালো লাগাই হোক মানুষ কিছু কাজের অভ্যাস করে ফেলে যেটা আসলে করা ঠিক না।

যেমন গত এক যুগ ধরে যুবক-যুবতীদের একটি অভ্যাস গরে উঠেছে, রাত জেগে প্রিয় মানুষের সাথে কথা বলা।

সময়ের সাথে তাল মিলিয়ে তা এখন ভিডিও চ্যাট এ পরিণত হয়েছে। আসলে এটা কততুকু ভালো হচ্ছে এটা সবাই জানেন এবং বুঝেন। তেমনি ইদানিং আরেকটি চর্চা দেখা যাচ্ছে স্মার্টফোন দ্বারা, বিশেষভাবে মহিলাদের। দিনের অনেকটা সময় মোবাইলে গেম খেলে কাটান মহিলারা। বিশেষ করে কম বয়সী যুবতীরাই এই গেম এর দিকে বেশি ঝুঁকছেন।

সম্প্রতি, ভারত সহ ১২টি দেশের উপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, প্রায় প্রতিটি দেশেই এই ট্রেন্ডটি একই দিকে। দেখা গেছে কয়েকটি বিশেষ ধরণের মোবাইল গেমই এই মহিলাদের পছন্দ।

সমীক্ষায় আরও বলা হয়েছে, এই মোবাইল গেম অ্যাপগুলি সামনে আসায়, চলতি বছর প্রায় ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার রাজস্য আদায় হতে চলেছে। এটাকে নিতান্তই রেকর্ড বলে ধরে নেওয়া হচ্ছে।