প্রযোজনায় আসছেন রণবীর


এবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে বলিউড জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে।খুব  শিগগিরই ‘‌লাইফ ইন আ মেট্রো’‌-এর পার্ট-২ এর কাজে হাত দেবেন পরিচালক অনুরাগ বসু।এবার সেই ছবির প্রযোজনা করছেন রণবীর।

অনুরাগ বসু জানান, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও তাঁর অভিনয় করার কথা। তবে এ ব্যাপারে এখনও কিছু বলেননি রণবীর।

অনুরাগের ‘‌বরফি’‌ ছবি থেকে মূলত দুজনের বন্ধুত্ব শুরু। এই জুটির ‘‌জগ্গা জাসুস’‌ মুক্তি পাবে আগামী বছর।এদিকে  ‘‌লাইফ ইন আ মেট্রো’‌-এর পার্ট-২ এর চিত্রনাট্যও মোটামুটি শেষের পথে।

প্রথম পার্টে কঙ্গনা থাকলেও,এই ছবিতে থাকছেন না তিনি। তবে ইরফান খান সম্মতি জানিয়ে দিয়েছেন আগেই।

এ বিষয়ে অনুরাগ জানান, মাঝে ইরফানের সঙ্গে দুবার কাজ করার কথা চললেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তাই এই ছবি নিয়ে বেশ উত্তেজিত দুজনেই।