প্রযোজনায় আসছেন সোনাক্ষী

Sonakshi is coming to produced

প্রিয়াঙ্কা চোপড়া, আনুষ্কা শর্মার পর এবার প্রযোজনায় আসতে চান সোনাক্ষী সিনহাও।

সোনাক্ষী বলেন, ‘এটাই আমার পরবর্তী পদক্ষেপ হবে। চলচ্চিত্র শিল্পে আমার অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চাই। এখন আমি একটি গল্পের জন্য অপেক্ষা করছি। যেটা আমাকে আকৃষ্ট করবে।’

তবে প্রযোজনার ক্ষেত্রে অভিনয় কেন্দ্রীক গল্প বা ছবিকে প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন সোনাক্ষী।

দুবছর আগে গুঞ্জণ উঠেছিলো সোনাক্ষী তার জমজ দুই ভাই লুব ও কুশকে নিয়ে একটি ছবি তৈরি করবেন নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।রাজনৈতিক থ্রিলারধর্মী ওই ছবিটি পরিচালনার জন্য বেছে নেওয়ার কথা ভাবা হয়েছিলো তাকে। তবে এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘না, এটা শুধু অন্যদের ধারণা ছিলো।’

গত কয়েক বছরে বলিউডে বেড়েছে নারীকেন্দ্রীক ছবির সংখ্যা। তবে সেগুলোর সবই যে ব্যবসায়িক সাফল্য পেয়েছে তা কিন্তু নয়। এক্ষেত্রে সবশেষ উদাহরণ সোনাক্ষীর ‘আকিরা’।

২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘নারীকেন্দ্রীক ছবির সংখ্যা বৃদ্ধি পাওয়া ইতিবাচক পরিবর্তন। তবে এগুলো যে অন্য ছবিগুলোর মতো টাকা কামাবে এমন কোনো কথা নেই। সমাজে এগুলোর প্রভাব কেমন পড়ছে সেটাই গুরুত্বপূর্ণ। এই ছবিগুলোকে নারীকেন্দ্রীক ছবি না বলে, শুধু ছবি বলা উচিৎ। তাহলেই পরিবর্তনটা হবে ইতিবাচক ও সাফল্যের।’