প্রিয়াঙ্কা কি গর্ভবতী ?

Pranka chopra is in unicef red carpet.png

নায়িকাদের ঈষৎ স্ফীত পেট দেখলেই  সবার মাথায় একটা কৌতূহল প্রায়ই উঁকি দিয়ে যায়। আর তা হল তিনি কি কোনোভাবে গর্ভবতী কিনা। প্রকৃতপক্ষে নায়িকাদের আমরা সব সময় যথাযথ শারীরিক সৌন্দর্যে দেখতে অভ্যস্ত! তার উপরে প্রিয়াঙ্কার ছিপছিপে পেটই তো এতদিন ধরে দেখে এসেছি আমরা। আর তাই যখন ইউনিসেফ-এর এক অনুষ্ঠানে আঁটোসাটো একপোশাক তুলে ধরল তাঁর একটু ফোলা পেট তখন সঙ্গত কারণেই চমকে উঠলেন সবাই।

তবে এই জল্পনা সম্পূর্ণ অর্থহীন। প্রিয়াঙ্কা চোপড়া গর্ভবতী নন। তবে নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা কি জানেন না, তাঁর এই অল্প হলেও ভুঁড়ি গ্ল্যামার কোশেন্ট কমিয়ে দেবে অনেকটাই এক ধাক্কায়?

হ্যাঁ, তিনি তা অবশ্যই জানেন! আর জেনে-বুঝেই ইউনিসেফ-এর অনুষ্ঠানের রেড কার্পেটে তিনি ঝড় তুলেছেন এমন পোশাকে। তাঁর বক্তব্য মতে- এই বয়সে এসে নারীদের শরীরে একটু মেদ জমেই থাকে। আর তা বেশির ভাগ সময়েই জমে পেটে। কাজেই যা স্বাভাবিক, যা রোজকার জীবনে মানানসই, তা-ই তুলে ধরেছেন তিনি। আর এভাবেই সমাজের সাধারণ এক নারীর সঙ্গে নিজেকে তুলনা করে দেখাতে চেয়েছেন এই নায়িকা।