প্রি-টাচ প্রযুক্তি নিয়ে আসছে মাইক্রোসফট

প্রি-টাচ প্রযুক্তি নিয়ে আসছে মাইক্রোসফট

“স্টিভ জবস” প্রযুক্তি জগতে উনাকে চিনেনা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যিনি সর্বপ্রথম মানুষের হাতকে কিবোর্ড থেকে টাচস্ক্রিন প্রযুক্তিতে রুপান্তরিত করেছেন। বর্তমানে স্মার্টফোনে টাচস্ক্রিন প্রযুক্তি ছাড়া চিন্তা করা যায়না। এবার সেই প্রযুক্তিকে আরো একধাপ নিয়ে যাচ্ছে মাইক্রোসফট। ‘প্রি-টাচ’ প্রযুক্তি নিয়ে আসছে কোম্পানিটি যার মাধ্যমে আপনার স্মার্টফোনে হাত না রেখেই কাজ শেষ করা যাবে। আপনার হাতের ছোঁয়া ছারাই আঙ্গুলের নির্দেশিকা অনুযায়ী চলবে এই প্রযুক্তি।

প্রি-টাচ প্রকল্পের প্রধান গবেষক ক্যান হিংকলে জানিয়েছেন, আমার ধারণা স্মার্টফোনে প্রি-টাচ প্রযুক্তি জগতে দারুণ সম্ভাবনাময়। মোবাইল ফোনের স্ক্রিনে সেন্সরের প্রথমের প্রযুক্তি এটি। প্রযুক্তিবিদদের ধারণা, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ভাল অবস্থান দখল না করলেও হয়তো প্রি-টাচ প্রযুক্তি উইন্ডোজকে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে রাখতে সাহায্য করবে।

নতুন এই  প্রযুক্তিতে স্ক্রিনটিকে বলা হচ্ছে, ‘সেলফ-ক্যাপাসিটিভি টাচ স্ক্রিন’ যেটি নিয়ে সম্প্রতি গুগল কাজ করেছে কিন্তু প্রযুক্তিপ্রেমীদের ধারণা গুগল এর চেয়ে মাইক্রোসফট এই প্রযুক্তিতে এগিয়ে রয়েছে।