প্রীতির পুনরায় চলচ্চিত্রে পদার্পণ

Preity Zinta

‘ভাইয়াজি সুপারহিট’ ছবির শুটিং এর মাধ্যমে বেশ কিছুদিন বিরতির পর আবার অভিনয় শুরু করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ছবিটির মাধ্যমে তিন বছর পর কাজে ফিরেছেন তিনি। ছবিতে নিজের দুই সহশিল্পী সানি দেওল ও আমিশা প্যাটেলের সঙ্গে সেটে তোলা কিছু স্থিরচিত্র গত ২৭ জুলাই তার ফেসবুকে শেয়ার করেছেন প্রীতি। আর ক্যাপশনে লিখেছেন, “ফিরলাম ‘ভাইয়াজি সুপারহিট’-এর সেটে। মুম্বাইয়ে সানি দেওল, আমিশা প্যাটেল ও পরিচালক নীরাজ পাঠকের সঙ্গে হৈহুল্লোড়ে সময় কাটছে। উচ্ছ্বাস নিয়ে কাজটা করতে দারুণ লাগছে।”

২০১২ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ নির্মাণের ঘোষণা দেওয়া হলেও বেশকিছু কারণে বারবার পিছিয়ে যায় এর কাজ। নতুন প্রযোজক যুক্ত হওয়ায় আবারও শুরু হলো শুটিং এর কাজ । ছবির গল্পটা এক গ্যাংস্টারকে ঘিরে যে কিনা অভিনেতা হতে চায়।

সবশেষ ২০১৩ সালে ‘ইশক ইন প্যারিস’ ছবিতে দেখা গিয়েছিল প্রীতিকে। উল্লেখ্য,এ বছরের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ব্যবসায়ী জেনে গুডেনাফকে চুপিসারে বিয়ে করেন তিনি।