শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’এর শ্যুটিং শুরু হওয়ার কথা অক্টোবরে। আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে কারিনা কপূর খানের চরিত্র অন্তঃসত্ত্বা।
তবে কারিনা এবার জানালেন, ‘‘খবরটা ভুল। প্রেগন্যান্ট ওম্যান সাজছি না,’’।
ছবিটিতে কারিনার সঙ্গে আরো রয়েছেন সোনম কাপূর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া।ছবির গল্পটা মূলত চার বন্ধুর। তাদের সম্পর্কের বাঁধনকেই তুলে ধরা হয়েছে ছবিটিতে। “ছবিটা শুরু করার জন্য তর সইছে না আমার!’’ বলে জানান কারিনা।