প্রেম বিরোধী আলিয়া

Alia & her love theory

রোম্যান্স করা একেবারে সহ্য করতে পারেন না অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর কাছে এগুলো নাকি “বিরক্তিকর”। এটা এতটাই বিরক্তিকর যে রাস্তা থেকে পাথর কুড়িয়ে কাপলদের দিকে তাক করে মারতেও দ্বিধা করেন না তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ডিয়ার জ়িন্দেগি টেক থ্রি। আর সেখানেই একথা বলেছেন আলিয়া। তবে ভিডিও এও দেখাচ্ছে যে কোনও এক ব্যান্ডের গায়ককে মনে ধরেছে তাঁর।আর  তিনি হলেন কুণাল কাপুর। শাহরুখকে সেকথা বলেছেন আলিয়া। ভিডিওর শুরুতেতিনি  বলেছেন, ব্যান্ডের নাম তিনি জানেন না। কিন্তু সিঙ্গারকে চেনেন। ভিডিওতে দেখা গেছে অঙ্গদ বেদিকেও।

আর তারপরেই আলিয়া বলেছেন সেই কথা, “I hate couples”। প্রেমিক প্রেমিকারাদের কাণ্ডকারখানা মোটেই পছন্দ হয় না তাঁর। মেন্টার শাহরুখকে  তিনি জিজ্ঞাসাও করেছেন “রোম্যান্টিক কাপলরা বিরক্তিকর কেন হয়?”

ডিয়ার জিন্দেগির তৃতীয় ভিডিওতেও অবশ্য কিছু ফাঁস করেননি পরিচালক গৌরী শিন্ডে। এ মাসের শেষেই রিলিজ় হতে যাচ্ছে ছবিটি। ছবিটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শাহরুখ খান, কুণাল কাপুর, অঙ্গদ বেদি, আদিত্য রয় কাপুর ও তাহির রাজ ভাসিন।