ফেসবুক, টুইটার এবং গুগলের বিরুদ্ধে মামলা

Facebook, Twitter and Google sued

ইসলামিক স্টেট বা আইএসকে ‘বস্তুগত সমর্থন’ দেয়ায় টুইটার, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে অরলান্ডো নাইটক্লাব গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত তিন পরিবার।

ওই তিন পরিবারের সদস্যদের অভিযোগ, সন্ত্রাসবাদী জেনেও আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে ফেসবুক, টুইটার এবং ইউটিউব (গুগল‌)‌ ব্যবহার করতে দেয়া হচ্ছে।

মামলার নথিতে উল্লেখ, ‘বিগত কয়েক বছরে আইএসের ভয়ংকর উত্থানের পেছনে রয়েছে টুইটার, ফেসবুক ও গুগল। এদের ছাড়া আইএসের ওই রকম ভয়ংকর উত্থান সম্ভবই নয়।’

ফেসবুকের মুখপাত্র অবশ্য পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন,‘‌মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। পাশপাশি আমরা স্পষ্ট করে দিতে চাই, ফেসবুক কখনই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। যখনই এমন কর্মকাণ্ডের অভিযোগ পেয়েছি সাথে সাথেই পদক্ষেপ নিয়েছি।’

এবারই প্রথম নয়, এর আগে একাধিকবার এই তিন সংস্থার নামে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে এই মামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় টুইটার, গুগল কেউই মুখ খোলেনি।