বাংলাদেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ এর জন্য অর্থ দেবে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)। এ স্যাটেলাইট নির্মাণের জন্য ১৫ কোটি ৭৫ লাখ ইউরো (১,৪০০ কোটি টাকা) ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং এইচএসবিসির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির মূল কাজটি করছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া নামের একটি প্রতিষ্ঠান।
তারানা হালিম বলেন, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের কাজ কত দূর এগোল সেটি নির্দিষ্ট অন্তর অন্তর জানানো হবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা। ১৬ ডিসেম্বর দেশের ৪৫তম বিজয় দিবস উপলক্ষে সরকার এটি উদ্বোধন করবে।