এ বছরের শেষ নাগাদ মুক্তি পাবে চলচ্চিত্র ‘ধূমকেতু’। ছবির মূল ভুমিকায় অভিনয় করেছেন ঢাকাই ছবির কিং খান খ্যাত শাকিব খান।আর তাঁর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা পরী মণি। ছবিটি পরিচালনায় রয়েছেন শফিক হাসান।
বর্তমানে ছবিটি জমা আছেসেন্সরে। সেন্সর সার্টিফিকেট পেলে আগামী ডিসেম্বরেই ছবিটি মুক্তি দিতে চান পরিচালক শফিক হাসান।
এ প্রসঙ্গে পরিচালক শফিক হাসান বলেন, ‘গত বৃহস্পতিবার ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি। আগামীকাল ছবিটি সেন্সর বোর্ডের দেখার কথা রয়েছে। আশা করি চলতি সপ্তাহেই তাদের অনুমতি পাব। চলতি চছরের শেষ দিকে ছবিটি দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি দিতে চাই। সেই পরিকল্পনা সামনে রেখেই আমরা সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছি।’
ছবিটি নিয়ে পরিচালক হিসেবে তিনি কতটা সন্তুষ্ট এমন প্রশ্নের জবাবে শফিক বলেন, ‘আমি ছবিটি শুরু করেছিলাম প্রায় দুই বছর আগে। সেই হিসেবে আমার সময় বেশি লেগেছে। কিন্তু গল্প বা নির্মাণে আমি কোনো ছাড় দেইনি। গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার ছিল আমি সেই সবকিছু দিয়েই ছবিটি নির্মাণ করেছি। গানের দৃশ্যায়ন যদিও আমি দেশে করেছি কিন্তু সেটা ছিল যুগোপযোগী। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
শাকিব-পরী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন অমিত হাসান, দিতি, আলী রাজ প্রমুখ শিল্পীবৃন্দ।