আবারো চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
দীর্ঘ তিন বছর পর ‘বন্ধ দরজা’ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে ফিরছেন। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত দ্বিতীয় ছবি এটি। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে।
অটিস্টিক শিশুদের নিয়ে নির্মাণ হবে চলচ্চিত্র ‘বন্ধ দরজা’। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৪ সালের ভালোবাসা দিবসে ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিতে নায়িকা পূর্ণিমাকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায়। এই ছবিতে তিনি নায়ক রিয়াজ ও আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন।