কঙ্গনা রানাওয়াত এবং হৃতিক রোশনের মধ্যে আইনি লড়াই চলছে বেশ কিছু দিন ধরেই। তবে এই লড়াইতে কঙ্গনা যদিও পাশে পেয়েছেন বলিউডের অনেককেই। কিন্ত, হৃতিক সে সমর্থন পাননি।
আর এতে প্রচন্ড মর্মাহত হৃতিক। এ বিষয়ে হৃতিক বলেন, যদি কেউ সত্যি কথা বলে তাহলে তাঁর কোনও সমর্থনের প্রয়োজন হয় না। সঠিক সময় আসলে তিনি কঙ্গনা সম্পর্কে মুখ খুলবেন বলেও জানিয়েছেন।
হৃতিক ও কঙ্গনার সমস্যার সূত্রপাত হয় কঙ্গনার এক সাক্ষাৎকারকে ঘিরে। সেখানে হৃতিককে এক্স বলে অভিহিত করেন কঙ্গনা। এরপরেই ঝামেলা গড়ায় এতদূর যে, আশিকি 3-তে কঙ্গনার পরিবর্তে হৃতিক সোনম কাপুরকে নেওয়ার আবেদন করেন। সম্প্রতি মহেঞ্জোদারোর প্রোমোশনে কঙ্গনার বিষয়ে প্রশ্ন করা হয় হৃতিককে। সেখানে তিনি বলেন, ব্যক্তিগত কথা বলার জন্য উপযুক্ত জায়গা নয় এটি। সঠিক সময়ে সবাই সব কথা জানতে পারবেন।