বলিউডের তিন খানকে ধর্ম বদলের হুমকি

Religion issue for 3 khan's

শাহরুখ খান, আমির খান এবং সাইফ আলি খান বলিউডের এই তিন খান যদি ইসলাম ধর্ম ত্যাগ না করেন তবে তাদের অপহরণ করা হবে। প্রথমে তাদের ভালো করে বোঝানো হবে আর তাতে যদি কাজ না হয় তবে অপহরণ করে, ওঁদের জোর করে হিন্দু ধর্ম গ্রহণ করানো হবে।এবার এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিগ বস ১০ এর প্রতিযোগী স্বামী ওম।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্বামী ওমকে বলতে শোনা যাচ্ছে,  শুধুমাত্র অর্থের লোভে শর্মিলা ঠাকুর এবং কারিনা কাপুর নবাব পতৌদি এবং সাইফকে বিয়ে করেছেন। শুধু শর্মিলা, কারিনাই নন, শাহরুখ খানের স্ত্রী গৌরিও বাদ যাননি স্বামী ওমের ঐহুমকি থেকে।

তার দাবি, শাহরুখ যে সুপারস্টার হবেন সেটা নাকি তিনি আগে থেকেই জানিয়েছিলেন। আর সেই ‘লোভেই’ নাকি শাহরুখকে বিয়ে করেন গৌরি।

শুধু তাই নয়, শাহরুখ, সাইফ কিংবা আমির প্রত্যেকেই হিন্দু মেয়েদের সঙ্গ পাওয়ার ‘লোভে’, তাদের সঙ্গে যৌন সংসর্গের ‘লোভে’ নাকি বিয়ে করেছেন। আর তাই এবার বলিউডের খান-দের হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে বলে খোলাখুলি হুমকি দেন স্বামী ওম।