সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘শিকারী’। ছবিটিতে কাজ করেছেন এপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও ওপার বাংলার সাফল্যমণ্ডিত অভিনেত্রী শ্রীবন্তী। ছবিটির প্রচারণার কাজে শ্রাবন্তী এসেছেন ঢাকায়। আর এসেই অংশ নিয়েছেন আরটভির ‘একান্ত আলাপ’ নামক একটি ঈদ আড্ডায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মাহবুবা ইসলাম সুমি।
অনুষ্ঠান প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, এবারই প্রথম আমি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হলাম। অনুষ্ঠানে আমরা ‘শিকারী’ ছবির পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। বেশ ভালো লেগেছে |
বাংলাদেশের চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাইলে শ্রাবন্তী বলেন, “দেখুন, এ দেশের ছবি সম্পর্কে আমার বেশি ধারণা নেই। তারপরও এ দেশ বা কলকাতায় যেখানেই হোক না কেন; আমার মনে হয় একঘেয়ে ছবি নির্মাণ না করে কখনও রোমান্টিক, কখনও অ্যাকশন, কখনও সায়েন্স ফিকশন বা অন্যান্য ঘরানার ছবি বানানো উচিত। তাহলে ছবি দেখার মতো নতুন নতুন দর্শক তৈরি হবে এবং দেশের চলচ্চিত্র শিল্প আরও বেগবান হবে।”