বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য সম্বলিত ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। নোফোয়াক্স আই নামের একটি হ্যাকার দল ওয়েবসাইটটি হ্যাক করেছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোম পেইজে দেখা যাচ্ছে কালো প্রচ্ছদপটে লেখা হ্যাকারদের বার্তা- ‘hacked by nofawkX-al’। এছাড়াও ওয়েবসাইটির হোমে পেজে একটি লোগোও দেখা যাচ্ছে, যা কসোভো লিবারেশন আর্মির। ধারণা করা হচ্ছে হ্যাকার গ্রুপটি তাদের নিজেদেরকে এই নামে পরিচয়। ইসির হোম পেজে কসোভো স্বাধীনতা আন্দোলনের নেতা আদিম জাশারির তথ্য সমৃদ্ধ একটি ইউটিউব ভিডিও প্রদর্শিত হচ্ছে।
মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। এর আগেও চলতি বছরে মে মাসে এবং ২০১৪ সালের জুন মাসে আরও দু দফা হ্যাকারদের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু মাত্র ইসি ওয়েবসাইটের হোম পেজটি হ্যাক হয়েছে। হোম পেজ ব্যতিত ওয়েবসাইটটির অন্য সব পাতাগুলো আগের মতোই দেখা যাচ্ছে।