জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত নতুন ছবি ‘ঢিসুম’ এ তিনি অভিনয় করেছেন একজন পকেটমার চরিত্রে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটিতে তার নায়ক জন আব্রাহাম। এরই মধ্যে ছবিটি ভালো ব্যবসা করছে বক্স অফিসে।
তবে এর আগে ‘কিক’ ও ‘হাউসফুল-৩‘ ছবি দিয়েও দর্শকদের মন জয় করেছেন জ্যাকুলিন। পাশাপাশি ধারাবাহিকভাবে ব্যবসা সফল ছবি উপহার দেয়ায় তার নামের পাশে সফল নায়িকার নতুন তকমাটাও জুড়ে গেছে অনায়াসে।
আর সেই তকমা নিয়েই নতুন ছবির কাজ শুরু করছেন জ্যাকুলিন। ‘বাঘি-২’ ছবিটির নায়িকা হিসেবে এরই মধ্যে পাকাপাকি করা হয়েছে জ্যাকুলিনকে। এ ছবির জন্য অনেক নায়িকাকেই চিন্তা করেছিলেন ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তবে শেষ পর্যন্ত জ্যাকুলিনই বাজিমাত করেন। ছবিটিতে প্রধান নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এ ছবির শুটিং।
এ বিষয়ে জ্যাকুলিনের অভিমত, আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। এটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়। তারই ধারবাহিকতায় ‘বাঘি-২’ ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।