মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের সমর্থক ছিলেন সংগীতশিল্পী কেটি পেরি। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই হিলারির পাশে দেখা গিয়েছে তাকে। আর তাই শেষমুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের জয় মন ভেঙেছে কেটির। এবার এ কারণেই নতুন অ্যালবামের মুক্তি পেছালেন এই গায়িকা।
এ বছরের শেষ নাগাদ আসার কথা ছিল কেটি পেরির নতুন অ্যালবাম। কিন্তু এ বছর আর আসছে না এটি। নির্বাচনের ফলাফল নতুনভাবে ভাবাচ্ছে মার্কিন এই গায়িকাকে। আর তাই নতুন অ্যালবামে নির্বাচন-পরবর্তী নিজের কিছু অভিজ্ঞতা নিয়ে এখন নতুন গান লিখছেন তিনি। সেই গান যোগ করে নতুন অ্যালবামটি বাজারে ছাড়বেন জনপ্রিয় এই সংগীত তারকা।
প্রিজম নামে কেটি পেরির সর্বশেষ অ্যালবাম বাজারে আসে ২০১৩ সালে। মুক্তির পরপরই বেশ আলোড়ন তোলে অ্যালবামের গানগুলো। এবারও তাই একটি সফল অ্যালবামের জন্য অপেক্ষা করছিলেন কেটিভক্তরা। কিন্তু তা আর হল না। ডোনাল্ড ট্রাম্পের জয় দারুণ প্রভাব ফেলেছে এই শিল্পীর মনে। আর তাই নির্বাচনের পর নির্বাচনী অভিজ্ঞতা ও পরিবর্তিত পরিস্থিিত নিয়ে গান তৈরি করে তবেই নতুন অ্যালবাম বাজারে ছাড়বেন কেটি পেরি।