বানীতে মুগ্ধ হৃতিক


সালটা ২০১৩। ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী বানী কাপুর। এরপর বিরতি কাটিয়ে আদিত্য চোপড়ার পরিচালনায় আবার বলিউডে ফিরছেন এই নায়িকা।

‘বেফিকরে’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে একাধিক চুমুর দৃশ্য নিয়ে আলোচনায় যখন ব্যস্ত সবাই, হৃতিক রোশন তখন বাণীর মধ্যে দেখলেন অন্য মেধা।

হৃতিক মনে করেন, বাণীর নাচ সত্যিই প্রশংসা করার মতো। কথায় বলে ‘রতনে রতন চেনে’। তাই হয়তো বাণীর মধ্যেকার এই ট্যালেন্ট খুঁজে পেয়েছেন হৃতিক।

এরই মধ্যে আদিত্য চোপড়াকে এমন মেধা খুঁজে বের করার জন্য ফোন করে সাধুবাদও  জানিয়েছেন তিনি।

হৃতিক রোশনের কাছ থেকে প্রশংসা শুনে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে বাণী জানান, তিনি আপ্লত।

তিনি আরও জানান, বেশিরভাগ মানুষই যখন ছবিতে চুমুর সংখ্যা কত, তা নিয়েই মাথা ঘামাচ্ছে, তখন ছবির নাচের দৃশ্যগুলোর প্রশংসা করা হচ্ছে, তা নিয়ে খুবই উচ্ছ্বসিত তিনি।