বাপ্পী-মিমের “বেপরোয়া মন”

New movie song of Bappy-mim

গত বৃহস্পতিবার প্রকাশ হলো অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের রোমান্টিক গান ‘বেপরোয়া মন’। নেপালের চমৎকার লোকেশনে গানটির তালে তালে পারফর্ম করেছেন বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী বাপ্পী ও বিদ্যা সিনহা মিম।

‘বেপরোয়া মন’-গানটির কথা লিখেছেন কলকাতার ঋদ্ধি আর কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

এর পূর্বে অনন্য মামুনের পরিচালনায় গানটির আরেকটি ভিডিওতে অংশ নেন হাবিব ও মডেল-অভিনেত্রী তানজিনা তিশা। ভিডিও টি চিত্রায়িত হয় সিরাজগঞ্জের কয়েকটি লোকেশনে। ১ সেপ্টেম্বর প্রকাশিত মিউজিক ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ১৬ লাখের বেশি বার।

‘আমি তোমার হতে চাই’ গানটি জন্য তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। তাদের প্রথম দেখা গিয়েছিল গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘সুইটহার্ট’ চলচ্চিত্রে। এ জুটির দ্বিতীয় ছবি ছিল ‘দাগ’।তবে ছবিটি মুক্তি পায়নি এখনও।

ছবিটিতে আরো অভিনয় করছেন দিপালী আক্তার তানিয়া, জন, মিশা সওদাগর ও মনিরা মিঠু। এছাড়াও আইটেম গানে রয়েছেন বলিউডের রাখি সাওয়ান্ত।

ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই আর সংলাপ বসিয়েছেন সোমেশ্বর অলি। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস লিমিটেড।

৬ নভেম্বর আনকাট সেন্সর সনদ পেয়েছে ‘আমি তোমার হতে চাই’। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।