২০১২ সালে বান্ধবী তনয়াকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা সোনম চক্রবর্তী। এবার বাবা হতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। চলতি মাসেই সোহম-তনয়া দম্পতি সন্তানের মুখ দেখবেন বলে জানা গেছে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সোহম বলেন, ‘আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি প্রথম যখন সংবাদটি পেলাম তখন চিমটি কেটে দেখছিলাম এটা স্বপ্ন না তো।’
এছাড়াও তিনি আরো বলেন, ‘ছেলে অথবা মেয়ে নিয়ে আমার কোনো বিশেষ পছন্দ নেই, সুস্থ সন্তান হলেই যথেষ্ট। আমি ভোট নিয়ে ব্যস্ত থাকায় তনয়াকে সময় দিতে পারিনি। কিন্ত এখন আমার কাজের শিডিউল এমন ভাবে ঠিক করতে চাই যেন তাকে বেশি সময় দিতে পারি।’
তিনি আরও জানিয়েছেন যে, সন্তানের অপেক্ষায় দিন গুণছেন তিনি।