এবার নিজের সন্তান চাইছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর রণবীর সিংহ এবং তা অ্যা়ডপ্টেড নয় বরং বায়োলজিক্যাল চাইল্ডই চান তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের এই সুপ্ত ইচ্ছার কথা জানান রণবীর ।
রণবীরের ভাষ্য মতে, ‘‘আমার জীবনে একটা সময় ছিল কোনও রিলেশন ছিল না। আমি সমস্ত সম্পর্ক ছেঁটে ফেলেছিলাম। কিন্তু এখন আমি একদম আলাদা মানুষ। অনেক পরিবর্তন এসেছে আমার জীবনে। আমি শিশু ভালবাসি। খুব তাড়াতা়ড়ি আমি ফ্যামিলি ম্যান হতে চাই। আমার বায়োলজিক্যাল ঘড়ি চলতে শুরু করে দিয়েছে।’’
রণবীরের এমন ভাষ্য শোনার পর পরই নতুন গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারোই অজানা নয়। যদিও কিছু সমস্যা এসেছিল তাঁদের সম্পর্কের মাঝে। তবে এখন আবারও কাছাকাছি এসেছেন তাঁরা।
আর তাই এবার সবারই প্রশ্ন, এ বার কি বিয়ে করছেন রণবীর-দীপিকা? এ কি তবে সেই আগাম ফ্যামিলি প্ল্যানিংয়েরই ইঙ্গিত?