বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে ইসির সহযোগিতা


বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করার সময়সীমা প্রায় শেষ হল বলে। আগামী ৩ দিনের মধ্যে (৩০ এপ্রিল) সব অর্নিবন্ধন সিম পুনর্নিবন্ধন করার শেষ সময়। কিন্তু জাতীয় পরিচয়পত্র থাকার পরও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারছেন না হাজারও নাগরিক, মেলানো যাচ্ছে না আঙ্গুলের ছাপ। আবার অনেক নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্রই নেই। পরিশেষে এই সমস্যা সমাধানের জন্য দ্রুতগতির বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আঙ্গুলের ছাপে সমস্যা আছে যাদের, তাদের জন্য ঢাকার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ছাড়াও দেশের যেকোনো প্রান্তের উপজেলা ও জেলা নির্বাচন কার্যালয়ে জরুরী অবস্থায় হালনাগাদের বিশেষ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। বুধবার মাঠ পর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোতে এ সংক্রান্ত সেবা দ্রুত প্রদানে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা।