বিক্রি হতে যাচ্ছে ইয়াহু


অবশেষে বিক্রি হতে যাচ্ছে ইয়াহু। গুগল এর একচেটিয়া রাজত্তের কারনে প্রতিষ্ঠানটি লোকসান কোনোভাবে ঠেকাতে পারছে না। কর্মী ছাঁটাই, প্রধান নির্বাহী পরিবর্তন করেও তেমন সুফল পাচ্ছেনা প্রতিষ্ঠানটি। লাভের মুখ না দেখায় অবশেষে এ বছরের ভিতর মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে। জানা গেছে তারা ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানির তালিকা করেছে এদের মধ্যে নিলামে যারা বেশী মূল্য বলবে তাদের কাছেই চলে যাবে ২১ বছরের পুরাতন এই কোম্পানি। ইয়াহুর সম্ভাব্য ক্রেতার মধ্যে আলিবাবা কে ধারনা করা হচ্ছে, বর্তমানে আলিবাবার কাছে ১৫% মালিকানা রয়েছে। এদিকে মালিকানা পরিবর্তনের পর  প্রধান নির্বাহী মারিসা মেয়ার থাকবেন কিনা সন্দেহ আছে কারন তাঁকে ৪ বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। যদি প্রতিষ্ঠান বিক্রির ১ বছরের ভিতর তাঁকে সরে যেতে হয় তাহলে ৫৫ মিলিয়ন ডলার লোকসান দিতে হবে ইয়াহুকে।

আসুন জেনে নেই ইয়াহু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ 

ইয়াহু প্রতিষ্ঠান যাত্রা শুরু করে ১৯৯৫ সালের ২ মার্চ
প্রতিষ্ঠাতাঃ জেরি ইয়াং এবং ডেভিড ফিল
প্রধান সদর দপ্তরঃ ক্যালিফোর্নিয়া, আমেরিকা
প্রধান নির্বাহীঃ  মারিসা মেয়ার

আয়ঃ আনুমানিক ৫.৬০ বিলিয়ন ডলার

প্রযুক্তিবিদরা ধারণা করছে, মালিকানা পরিবর্তনের পর ঘুরে দাড়াতে পারে প্রতিষ্ঠানটি এবং অচলবস্থা কাটিয়ে লাভের মুখ দেখতে পারে।