কদিন আগেই অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। এরই মধ্যে আদালতের নির্দেশে সন্তানদের দায়িত্বও পেয়েছেন তিনি।
পিট ও জোলির বিচ্ছেদ নিয়ে এখনো থামেনি বিশ্ব মিডিয়ার গুঞ্জনের ঝড়। এরই মধ্যে পিট নাকি মজেছেন অন্য এক অভিনেত্রীর প্রেমে। অন্যদিকে জোলি বর্তমানে ভাবছেন তার সন্তান ও ক্যারিয়ার নিয়েই।
এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর কাজে ফিরলেন তিনি। নিজের পরিচালিত ‘ফার্স্ট দেয়া কিলড মাই ফাদার’ ছবি নিয়ে এখন ব্যস্ত সময় যাচ্ছে তার। ছবিটি একই সাথে প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন জোলি নিজেই।
এছাড়া ‘দ্য ব্রেডউইনার’ নামক একটি ছবিও প্রযোজনা করছেন তিনি। উল্লেখ্য তার অভিনীত সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর। ‘বাই দ্য সী’ নামক এ ছবিতে ব্যাপকভাবে প্রশংসিত হয় তার অভিনয়।
সম্প্রতি বিচ্ছেদের পর প্রথম মিডিয়ার সামনে এসে জোলি বলেন, আমি ভালো আছি। এটা মনে করবেন না একাকীত্বে ভুগছি। বরং, আমি নতুন নতুন কাজে মনোযোগ দিচ্ছি।