বিদ্যা সিনহা মিম এবার স্টার জলসায়

Biddha sina is now in star jolsha

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তাকে  এবার দেখা যাবে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায়। রান্না বিষয়ক একটি অনুষ্ঠানে হাজির হচ্ছেন তিনি। অনুষ্ঠানটিতে মিমের সঙ্গে রয়েছেন তার মা ছবি সাহাও।

ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় অনুষ্ঠান ‘এবার জলসা রান্নাঘরে’। রান্নাবিষয়ক এ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুম চলছে এখন। আর কিছুদিন আগেই পূর্ণ হয়েছে অনুষ্ঠানটির শততম পর্ব। এবার  এই অনুষ্ঠানের নতুন পর্বে দেখা যাবে মিমকে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিম। আর সঙ্গে থাকছেন তার মা ছবি সাহা। অনুষ্ঠানটিতে বাংলাদেশি খাবার রান্না করে দেখাবেন মিম। ফেসবুকে বেশকিছু ছবিও প্রকাশ করেছেন তিনি। আর সেখানে তাকে দেখা গিয়েছে লাল রঙের পোশাকে।

অনুষ্ঠানের এই পর্বটি প্রচারিত হবে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা।