বিবাহিত করণ

Karan married

বিয়ে হয়ে গেছে করণ জোহরের! তবে তা একজনের সঙ্গে নয়, দুজনের সঙ্গে। সে রকমই বললেন তিনি।

করণ বলেন, আমি বিবাহিত। আর পাত্রীদের নাম ফিল্ম ও টেলিভিশন। ফিল্ম তিনি অনেক বানিয়েছেন। টেলিভিশনে তাঁকে দেখা গেছে ঝলক দিখলা জা, কফি উইথ করণ ও ইন্ডিয়া গট ট্যালেন্টের মত ছবিতে।

করণ জানিয়েছন, প্রতি বৃহস্পতিবার যখন টিআরপি আসত, তিনি ফোন করে জিজ্ঞাসা করতেন তাঁর শোয়ের টিআরপি উঠেছে, না পড়েছে? টেলিভিশনকে ফিল্মের মতোই গুরুত্ব দেন তিনি। টেলিভিশন তাঁর স্ত্রী। ঠিক যেমনটা ফিল্ম। “আমি দুটো মিডিয়াকে বিয়ে করেছি, ফিল্ম ও টেলিভিশন” একথা জানিয়েছেন করণ।

এ বছরেই মুক্তি পেতে চলেছে করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটিতে অভিনয় করছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনুশকা শর্মা। এদিকে টেলিভিশনে এখন এখন তাঁকে দেখা যাচ্ছে “ঝলক দিখলা জা” শোয়ের বিচারক হিসেবে। আর সেখানে তাঁর সঙ্গে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও গণেশ হেগড়ে। শোয়ের হোস্ট করছেন মণীষ পাল।