বলিউডের ব্যাচেলর খ্যাত সুপারস্টার সালমান খান এ বছরই বিয়ের পিঁড়িতে বসছেন। কথাটি শুনতে আলাদা রকম লাগলেও এটা সত্য। বয়স এখন পঞ্চাশের কোঠায় তাই পরিবার থেকে এমন সিদ্ধান্তই চাপিয়ে দেয়া হয়েছে তার ওপর। সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সালমানও নাকি ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।
কিছুদিন আগেও এক বিদেশিনীর সঙ্গে তার প্রেম এবং বাগদানের গুজব ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে। কিন্তু পরিবার কিংবা সালমানের ব্যক্তিগত পর্যায়ে এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি। তাই বিষয়টি গুজবই রয়ে গেছে। এবার আর কোনো কথাই শুনতে চাচ্ছেন না পরিবারের সদস্যরা। সরাসরি বিয়ের আল্টিমেটাম দিয়েছেন সালমানকে। চলতি বছরের মধ্যেই ঘরে বউ আনতে হবেই।
বর্তমানে সালমান খান তার নতুন ছবি ‘সুলতান’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার নায়িকা হিসেবে কাজ করছেন আনুশকা শর্মা। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের রোজার ঈদে।