সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে এমনটিই জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
তবে বিয়ে নিয়ে রহস্য কিন্ত ঠিকই রেখেছেন জয়া। আক্ষেপ করে বলেছেন, ‘কলকাতায় তো আর কাউকে পেলাম না। কী আর করা, এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব।’
অবশ্য এর পেছনে লুকিয়ে রয়েছে ভারতের জাতীয় পুরস্কার হাতছাড়া হওয়ার শর্ত।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছবির ডাবিংয়ে তার অভিনয় দেখে চমকে গিয়েছেন অনেকেই।
কেউ কেউ তো বলতে শুরু করেছেন, পরের বছর জাতীয় পুরস্কার নাকি তার একেবারেই বাঁধা। কিন্তু এই পুরস্কার তিনি পাবেন না দু’টো কারণে।
এক, জয়া ভারতীয় নাগরিক নন। দুই, ছবিটা যদি দু’দেশের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয় তবেই সেই ছবির নায়ক-নায়িকা অন্য দেশের হলেও জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
কিন্ত ‘বিসর্জন’ যেহেতু জয়েন্ট ভেঞ্চার নয়, তাই ভারতের জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন না তিনি।
আর এই আক্ষেপ থেকেই বলেন, ‘কী আর করা! অন্য কাউকে তো পেলাম না। এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব। তা হলে অন্তত আমি এলিজেবল হব। কী বলেন, আইডিয়াটা কেমন?’
উল্লেখ্য জয়া আহসান এবার থার্টি ফাস্ট নাইট কাটাবেন সিডনিতে। এজন্য এ মাসের ৩১ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন তিনি।