বিয়ে করলেন নাফিসা

martiage ceremony of nafisa-kamal-jhumur

এবার বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুর। বৃগতকাল হস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে পারিবারিকভাবেই গাঁটছড়া বাঁধেন এই তারকা।

বর সৈয়দ আসিফ হোসাইন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।

বিয়ে প্রসঙ্গে ঝুমুর বলেন, ‘বুধবার (২১ ডিসেম্বর) গায়ে হলুদ হয়। আজ দুই পবিবারের উপস্থিতিতে বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামীকাল শুক্রবার আত্মীয়-স্বজনদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।’

তিনি আরো জানান, ‘নতুন জীবনে প্রবেশ করলাম। ভক্ত-অনুসারী সবার কাছে দোয়া চাই। সারাজীবন যেন আমরা একসঙ্গে কাটাতে পারি।’

উল্লেখ্য, গত ২৯ জুলাই পারিবারিকভাবে সৈদয় আসিফের সঙ্গে বাগদান হয় ঝুমুরের। ফেসবুকের মাধ্যমে পরিচয় হলেও দীর্ঘ একবছর চুটিয়ে প্রেম করেন তারা। এরপর পারিবারিকভাবে বাগদান শেষে বিয়ের সিদ্ধান্ত নেন ঝুমুর-আসিফ।