বিয়ে করলেন নায়িকা মাহিয়া মাহি

বিয়ে করলেন নায়িকা মাহিয়া মাহি

বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন। পাত্র সিলেটের কদমতলী’র সন্তান মাহমুদ পারভেজ অপু। সিলেটের স্থানীয় সন্তান অপু পেশায় একজন ব্যবসায়ী।

২৫ মে, বুধবার রাতে ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির বিয়ে হলো। রাজধানীর উত্তরায় এক রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে তাঁর আকদ অনুষ্ঠান হয়। আসছে ২৪শে জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে।

মাহিয়া মাহি জানান, সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি।