ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী গত মাসে নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সেখানে তুলতুলি নামের এক প্রবাসী বাঙালি মেয়েকে বিয়ে করেছেন।
এমন খবরই ঘুরছে মিডিয়াপাড়ায়। তবে সে খবরকে উড়িয়ে দিয়েছেন বাপ্পি নিজেই।
বাপ্পি তার এক ভিডিও বার্তায় বলেন, রোবাবার রাতে কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন, আমি বিয়ে করেছি কিনা! তাদেরকে স্পষ্ট করে জানিয়েছিলাম, আমি বিয়ে করিনি। অথচ সকালে শুনলাম আমার বিয়ের খবর নিয়ে হৈচৈ পড়ে গেছে! আমি যদি বিয়ে করি তবে আরো ৪-৫ বছর পর করবো। কারণ ফিল্মে মাত্র আমার ক্যারিয়ার এখন শুরু হয়েছে। নিজেকে আরো গুছিয়ে নিতে চাই। আর যখন বিয়ে করবো তখন সবাইকে জানিয়ে বিয়ে করবো। সুতরাং সবাইকে বলছি আমার এই বিয়ের খবরে বিভ্রান্ত হবেন না। আমি বিয়ে করিনি।
তিনি আরও বলেন, বিয়ে একটি পবিত্র কাজ। বিয়ে করলে ঢাকঢোল পিটিয়ে করবো। গোপনে কেন করবো?